ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রোজার সময়কাল প্রায় ১৯ ঘণ্টা ৯ মিনিট। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে, যেমন উলুতে রোজার সময়কাল প্রায় ২২ ঘণ্টা পর্যন্ত। এটি মুসলমানদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন সময়েও প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে দারুল আলাম ইসলামিক সেন্টার, ইতা-কেসকুস, হেলসিংকি, ফিনল্যান্ডে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটির নেতা, ছাত্র-শিক্ষক, শিশু-কিশোরসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন। ইফতারের জন্য বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের বিশেষ আয়োজন ছিল, যা সবাইকে একসঙ্গে মিলিয়ে দেয় এক অনন্য পরিবেশে।
ইফতার মাহফিলে ইমামতি করেন দারুল আমান মসজিদের খতিব মো. আবদুল কুদ্দুস খান, যিনি ইসলামের শিক্ষা ও রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না, বরং এটি প্রবাসী মুসলিমদের জন্য এক মিলনমেলা, যেখানে বন্ধুত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। আয়োজকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিরা ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করতে পারেন। এই ইফতার মাহফিল প্রমাণ করে, প্রবাসের কঠিন বাস্তবতার মধ্যেও ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখা সম্ভব, যদি সবাই একত্রিত হয়ে এগিয়ে আসে।