কানাডার টরন্টোয় অনবদ্য পরিবেশনা ‘মারলু ক্যানে’
কানাডার ইয়র্ক উডস লাইব্রেরি থিয়েটার, টরন্টোতে গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ইত্তেলা মিথুন ক্রিয়েটিভ ল্যাব–এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একটি অনবদ্য পরিবেশনা ‘মারলু ক্যানে’। এক অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপামর জনসাধারণের পক্ষে চলমান আন্দোলনের আলোকেই ছিল এই আয়োজন। এতে বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামের সঙ্গে একাত্মতা এবং বাংলাদেশে বিরাজমান সব ধরনের সহিংসতার বিরুদ্ধে কথা বলা হয়েছে। এ অস্থির সময়ে সবাই একাত্ম হয়ে মিলিত হবার লক্ষ্যেই অনুষ্ঠিত এই ইভেন্ট এ ছিল না কোনো প্রবেশ মূল্য।
আমরা বাঙালি কানাডিয়ান হিসেবে, শিল্পের মাধ্যমে মানবতার কণ্ঠস্বরকে প্রসারিত করে আমাদের নৈতিক দায়িত্ব পালনের প্রয়াস রেখেছি মাত্র। বারবার কঠিন অবস্থার মধ্য দিয়ে যাওয়া আমাদের এ দেশ আর দেশের মানুষের পাশে আমরা যদি আজ না দাঁড়াই, তাহলে আগামী প্রজন্মের কাছে নিজেদের কী পরিচয় দেব? একসঙ্গে মিলিত হয়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই, এটাই ছিল আমাদের অনুষ্ঠনের মূল মন্ত্র।
এতে ছিল, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, অসম্ভব প্রিয় কিছু জাগরণী গান, সঙ্গে নৃত্যের সম্মিলিত নয়নাভিরাম পরিবেশনা। সবশেষে ছিল মুগ্ধকে নিয়ে ছোট্ট একটি নাটক, যেটা দেখে দর্শক সারিতে কাঁদেনি, এমন কেউ ছিল না।
একঝাঁক শিল্পীর অক্লান্ত পরিশ্রমে প্রাণ পাওয়া এই অনুষ্ঠানের সফলতাই দূর থেকে আমাদের দেশের পাশে দাঁড়ানোর প্রয়াস। এখানে অতিথিদের দেওয়া ‘ত্রাণবাক্স’ থেকে উপার্জিত অর্থ দেশের বন্যাদুর্গতদের পাঠানো হয়েছে।