ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটায় ‘বাংলাদেশ নাইট’ উদ্‌যাপিত

হাজার মাইল দূরের প্রেইরি ভূমি গ্রান্ড ফোর্ক্সে দাঁড়িয়ে সবাই মিলে জাতীয় সংগীত গাওয়ার অনুভূতি লিখে প্রকাশ করা আসলেই অসম্ভব। মঞ্চে আমরা কয়জন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে গাচ্ছি, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি....।’  শ’দুয়েক বিদেশি অতিথি আমাদের দিকে তালিয়ে আছেন। মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। আর সাইড স্ক্রিনে সাবটাইটেল মেলাচ্ছেন। অনেকেই তাঁদের জীবনে প্রথমবারের মতো শুনলেন বাংলা শব্দ। বাংলা ভাষা। বাংলাদেশ। উপস্থিত অতিথিদের একজন ড. ক্যাটলিন তো বলেই ফেললেন, ‘তোমাদের ভাষা কী মিষ্টি! বুঝি না, কিন্তু তবু শুনতে ভালো লাগে।’

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা, আমেরিকার (ইউবিডিএসএ-ইউএনডি) উদ্যোগে ২৬ মে ২০২৩ বিশ্ববিদ্যালয়ের মেমোরিল ইউনিয়নের বিগ বলরুমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ কালচারাল নাইট’। বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছিল বাংলাদেশের সংস্কৃতি। এসবের মধ্যে ছিল গান, নাচ, আবৃত্তি, বিউটিফুল বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারি ও ফ্যাশন শো।

বিকেল ৫টায় বলরুমের দরজা সবার জন্য উন্মুক্ত করা হয়। মূল স্টেজের ডান পাশে ছয় ঋতুর আইডিয়া নিয়ে তৈরি করা হয় ছয়টি ইনফরমেশন বুথ। যেসব বুথে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, সংস্কৃতিসহ আরও অনেক কিছু। বিদেশি শিক্ষক-শিক্ষার্থীরা এসব বুথ ঘুরে ঘুরে দেখেন। বাংলাদেশ নিয়ে আরও জানার আগ্রহে বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। অনেকে আবার বাংলাদেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন।

সন্ধ্যা ছয়টায় মূল মঞ্চের আলো জ্বলে ওঠে। এক পাশ দিয়ে শামসুল ইসলাম আর অন্য পাশ দিয়ে শারমিন মঞ্চে ওঠেন। তাঁদের সঙ্গে অনুষ্ঠান পরিচালনায় আরও যোগ দেন শাকিলা ও সালাহউদ্দিন। লাল-সবুজের মঞ্চে স্বাগত জানান সবাইকে। শুরুতেই শর্ট ডকুমেন্টারির মাধ্যমে দেখানো হয় ‘বিউটিফুল বাংলাদেশ’। এরপর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. তৌফিক মাহমুদ, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী কাজ করে অর্থ সংগ্রহ করে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশকে সবার সামনে তুলে ধরতেই তাদের এই প্রচেষ্টা। শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকলেও তারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে।’

এরপরই শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় গানের মাধ্যমে বলা হয় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি...।’ পেশাদার শিল্পী না হলেও নিশাতের নৃত্য সবার মন ছুঁয়ে যায়। একে একে বিভিন্ন পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন অমৃতা, রাফসান, ইমতিয়াজ, শাকিলা, নেসা, লাবিবা, সৌমিক, ফয়সাল, আইরিন, রাবেয়া, ঋদ্ধি, শোভা ও সালাহউদ্দিন। সব শেষে চমক ছিল বাংলাদেশি পোশাক নিয়ে ফ্যাশন শো। আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিনা ইবনে আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা (মঞ্চসজ্জা, সাউন্ড সিস্টেম, লাইট, ভিডিও, ফটোগ্রাফি ও খাবার) করতে সহযোগিতা করেন রাহাত, রেদোয়ান, কায়সার, রুম্মন, তানজিম, ফারিসতা, মরিয়ম, ওয়েন্তি ও লিখন। সব মিলিয়ে ইউএনডিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সবার সম্মিলিত প্রচেষ্টার সফল আয়োজন ‘বাংলাদেশ নাইট ২০২৩’।

ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটায় বর্তমানে ৪৫ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত।

*লেখক: মুহাম্মদ সালাহউদ্দিন, পিএইচডি শিক্ষার্থী, এডুকেশনাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ, ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা