সিডনিতে ‘ত্রিনয়নী’র দুর্গাপূজায় প্রবাসীরা

পূজায় জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মণ্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করেছে
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজা বিপুল আনন্দ-উৎসাহে উদ্‌যাপন করেছেন প্রবাসীরা। সিডনির রোজলিয়া কমিউনিটি হলে এ আয়োজন করে ‘ত্রিনয়নী’।

২১ অক্টোবর সকাল থেকে শুরু হয় এই পূজার আয়োজন। প্রতিদিন সকালে পূজা অর্চনা–পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে মেতে ওঠেন প্রবাসীরা।

পূজার আয়োজনে সংগীত পরিবেশন করছেন প্রবাসী শিল্পীরা
ছবি: সংগৃহীত

এবার পূজায় জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মণ্ডপ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। মূল মণ্ডপ ছাড়াও তৈরি করা কুঁড়েঘর, ঢেকি, আলোকসজ্জা সবার প্রশংসা কুড়িয়েছে।
সিডনির ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের মেয়র অ্যান্থনি ব্লিসডেস পূজায় অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সিডনির জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, নাসিম কামাল, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, কায়জার চৌধুরী, ফারজানা ইউসুফ, লারিনা নুপুর রোজারিও, মোকাররম হাসানসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পূজার আয়োজকেরা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনাকে ধারণ করে তাঁরা সামনের বছরগুলোয় আরও বড় পরিসরে এ সর্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে প্রত্যাশা করছেন।