সিডনিতে জাতীয় শোক দিবস পালন
অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় বাংলাদেশের জাতির জনক ও তাঁর শহীদ পরিবারকে স্মরণ করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন এবং কনস্যুলেটের কর্মকর্তাগণ। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সন্ধ্যায় কনস্যুলেট কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। শুরুতেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সবার উপস্থিতিতে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর কনসাল জেনারেল বঙ্গবন্ধুর অসামান্য অবদানের ওপর বক্তব্য পেশ করেন। এরপর ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তী সময় সিডনির প্রবাসী বাংলাদেশিদের লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত শোক দিবসের কবিতা আবৃত্তি করা হয়।