সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের ক্যানসার তহবিল সংগ্রহ
সিডনিতে ক্যানসার রোগীদের জন্য এক মানবিক প্রয়াসে তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি চিকিৎসকেরা। অস্ট্রেলিয়ার ক্যানসার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসের বার্ষিক উদ্যোগ ‘অস্ট্রেলিয়া’স বিগেস্ট মর্নিং টি’-এর অংশ হিসেবে গত শনিবার (১২ জুলাই) সকালে সিডনির বেলাভিস্তার ভিলেজ গ্রিন কমিউনিটি সেন্টারে এই অনন্য চা-আড্ডা ও দান-অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল সোসাইটি (বিএমএস)।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
সকালের স্নিগ্ধ আলো, উষ্ণ চা আর মানুষের হৃদ্যতা মিলে সৃষ্টি হয় এক মানবিক সংহতির পরিবেশ। ক্যানসার–সচেতনতা, গবেষণা ও রোগীদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিএমএস সদস্যদের পাশাপাশি সিডনির স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উদারভাবে অনুদান দেন।
বিএমএসের সভাপতি ও জ্যেষ্ঠ রেডিয়েশন অনকোলজিস্ট নাজমুন নাহার বলেন, ‘এই মর্নিং টি আয়োজন কেবল একটি তহবিল সংগ্রহ নয়, বরং এক মানবিক চেতনায় সমাজকে সংযুক্ত করার চেষ্টা। ভবিষ্যতে এটিকে বিএমএসের একটি বার্ষিক স্বাক্ষর উদ্যোগে পরিণত করার পরিকল্পনা রয়েছে।’