চেক প্রজাতন্ত্রে ইউরোপের অন্য দেশের মতো জনপ্রিয় হচ্ছে ক্রিকেট

চেক প্রজাতন্ত্র, যা সাধারণত ফুটবলের জন্য পরিচিত, সেখানে ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রিকেট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ সদস্যদেশ আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করে ২০০৮ সালে। আর এই ক্রীড়ার উত্থানে অন্যতম প্রধান ভূমিকা রাখছে বাংলাদেশি প্রবাসী চাকরিজীবী ও শিক্ষার্থীরা। চেক প্রজাতন্ত্র ক্রিকেটের উত্থানে অন্যতম ভূমিকা রাখছে প্রাগা ডোমিনেটার্স ক্রিকেট ক্লাব।

প্রাহা ডোমিনেটার্স হলো একটি উদীয়মান ক্লাব, যা তরুণ ও প্রতিভাবান বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে গঠিত। ২০২৪ সালের টি-টোয়েন্টি চেক প্রিমিয়ার লিগের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয়েছে এবং তাদের প্রথম ম্যাচেই অসাধারণভাবে জয়লাভ করেছে। এই জয় চেক ক্রিকেটে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং এই ক্রীড়াকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে চেক প্রজাতন্ত্রে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও বাংলাদেশি পরিবারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশিরা বিভিন্ন উৎসব আমেজে ক্রিকেট ম্যাচের আয়োজন করে থাকে, যা বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

প্রাহা ডোমিনেটার্সের সাফল্যের পেছনে রয়েছে পরিশ্রমী পরিচালনা পরিষদ এবং স্পনসর। ২০২৩ সালে প্রাহা ডোমিনেটার্স মাহামুদ, সাখাওয়াত ও রুবেলের প্রচেষ্টাই অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে দীপ, সঞ্জীবসহ ৫ জনের পরিচালনা পরিষদ দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তারা তরুণ প্রতিভাদের খুঁজে বের করছে, তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং ক্রিকেটার হিসেবে গড়ে তুলছে। এ ক্লাবের সাফল্যের ফলে আশা করা যায় যে ভবিষ্যতে চেক প্রজাতন্ত্র আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একটি শক্তি হয়ে উঠবে।

**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]