বাহরাইনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ অনুষ্টিত

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের চলমান ‘যুব উৎসব’ উদ্‌যাপনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বাহরাইনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৫’–এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও লুলু হাইপারমার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় ডানা মেলে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন আলী আল খালিফা। অনুষ্ঠানে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকচিত্র প্রদর্শনী ও একটি বিশেষ আলোকচিত্র বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের আকৃষ্ট করে। এ ছাড়া প্রদর্শনীর অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যের চিত্রকর্ম, সুস্বাদু খাবার ও দেশি পণ্যসম্ভারসমৃদ্ধ স্টলগুলো তৈরি করেছে বাহরাইনে এক টুকরা বাংলাদেশের আবহ।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বলেন, এই উৎসব বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশিদের কাছে তুলে ধরার পাশাপাশি দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় করবে। গেস্ট অব অনার শেখ আবদুল্লাহ বিন আলী আল খালিফা এই আয়োজনের জন্য দূতাবাসের প্রশংসা করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্থায়িত্ব কামনা করেন।

১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব চলেছে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে প্রতিদিন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল।