না চাওয়া সেই তাকে
তোমাকে আমি চাইনি;
চাইনি আমি তোমাকে,
কেই–বা চায় তোমাকে?
তবুও কি এড়ানো যায়?
তোমার আসা অবধারিত।
জানতাম তুমি আসবে
এসেছ যখন থাকো,
থাকো, থাকতেই হবে
আমাকেও থাকতে দাও।
শরীর নিয়েছ অধিকারে
তবে শোনো বলছি
মনকে দেব না
দখলে তোমার!
শরীর মনের দোলায়
জয়-পরাজয়ের খেলায়
জয় তোমারই পাওয়া।
বলছি শোনো ধরছি না ছড়ি,
সিঁড়ি বাইতে গিয়ে
ধরছি না রেলিং
যতক্ষণ পারি
চলো পাল্লাপাল্লি লড়ি!
*লেখক: ওমর এলাহী: ১৯৭৬ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রঙিন চলচ্চিত্র ‘মেঘের অনেক রং’–এর নায়ক