সিডনিতে সন্ধ্যারাগ
অস্ট্রেলিয়ার সিডনির গোধূলির আকাশ গত রোববার (১৩ জুলাই) সেজেছিল গাঢ় সিঁদুর রঙে। শুরুতে হালকা হলুদের আভা ছড়িয়ে ছিল আকাশে; কারণ, সূর্য ছিল মেঘের আড়ালে। এরপর সূর্য মেঘের চাদর ফেলে আড়মোড়া ভেঙে উঠতেই দেখা মেলে বিকেলের মায়াবী শেষ আলোর। এরপর দ্রুতই বদলাতে থাকে আকাশের রং। শুরুর হলুদ আভা ধীরে ধীরে বদলে সেটা গাঢ় হলুদে রূপ নেয়। এরপর সেটা শুরুতে হালকা গোলাপি এবং শেষে গাঢ় গোলাপি হয়ে সন্ধ্যার পর কালো হয়ে যায়। সিডনির মানুষ অবাক বিস্ময়ে গোধূলির আলোর এই খেলা দেখেছে। ছবিগুলো সিডনির বোটানি সাবার্বের লা পেরুস, বোটানি বন্দর ও মাসকাট সাবার্ব থেকে তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]