নর্থ আমেরিকায় রমজান ও ঈদ উদ্‌যাপন

প্রবাসে ঈদ জামাতছবি: লেখক

বাংলাদেশে রমজান মাস ও দুই ঈদের চাঁদ দেখা গেলে রেডিও ও টিভিতে সংবাদ প্রচারিত হয়। প্রতিটি মহল্লায় শিশু–কিশোরেরা পটকা বা বাজি ফুটিয়ে উল্লাস করে এবং মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রবাসে এসবের বালাই নেই। নর্থ আমেরিকায় চাঁদ দেখা কমিটি রয়েছে; নাম ‘হেলাল কমিটি’। কানাডায় তাদের কোনো অফিস নেই, আমেরিকায় যোগাযোগ করে তাঁদের কাছ থেকে সংবাদ জেনে নিতে হয়।

দেড় হাজার বছর আগে মুসলমানদের মধ্যে মতান্তর ও মনান্তর ছিল, আজও আছে। প্রবাসে মুসলিম সম্প্রদায় দুই দলে বিভক্ত। সোমালিয়ান মসজিদগুলো সৌদি আরবের ক্যালেন্ডার অনুসরণ করে। আকাশ মেঘলা, কুয়াশা ও বিভিন্ন কারণে যথাসময়ে সন্ধ্যার আকাশে আরবি মাসগুলোর প্রথম দিনের চাঁদ এখানে দৃষ্টিগোচর হয় না। এ জন্য সৌদি আরব ও হেলাল কমিটিই ভরসা।

আড়াই দশক পূর্বে টরন্টো এসেছি। তখন সেলফোনের প্রচলন ছিল না। রমজান মাসের প্রথম দিন চাঁদ দেখা গিয়েছে কি না, এই সংবাদ জানার জন্য বাংলাদেশি ও কমিউনিটির মসজিদের সবাই এশার নামাজের পর মসজিদেই অপেক্ষায় থাকতেন। রাত ১০টার পর আমেরিকায় টেলিফোনে হেলাল কমিটির সঙ্গে যোগাযোগ করে জানলেন, চাঁদ দেখা যায়নি। সবাই মনোবেদনা নিয়ে বাসায় ফিরে গেছেন। সকালে শুনেছি, রাত সাড়ে ১০টার পর হেলাল কমিটি জানিয়েছে চাঁদ দেখা গেছে। এরপর অনেকে তারাবিহর নামাজ আদায় করেছে। সন্ধ্যায় চাঁদ দেখার সংবাদ জানতে পারলে মসজিদ কমিটি মসজিদের টেলিফোনের ভয়েজ রেকর্ডারে মেসেজ রাখত যে রমজান মাসের চাঁদ দেখা গেছে। রাতে এশার নামাজের পর তারাবিহর নামাজ অনুষ্ঠিত হবে। সোমালিয়ান মসজিদের কমিটি টেলিফোনে সৌদি আরবে যোগাযোগের চেষ্টা করত। চাঁদ দেখার সংবাদ জানতে না পারলে তারাও টেলিফোনের ভয়েজ রেকর্ডারে মেসেজ রাখত।

প্রতিটি বাসায় গৃহিণীরা উৎকণ্ঠায় থাকতেন। তাঁরা রাতে সাহ্‌রির আয়োজন করবেন কি না, আমরা বাসা থেকে বিভিন্ন মসজিদে ফোনে যোগাযোগের চেষ্টা করেছি তখন। বন্ধুরাও একে অপরকে ফোন দিয়ে জানার চেষ্টা করেছে। এখন সোমালিয়ান মসজিদ কমিটি খুব সহজে ইউটিউবের কারণে দুপুরের পরই জানতে পারে সৌদি আরবে চাঁদ দেখা গেছে কি না। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মসজিদের সবাইকে সন্ধ্যার পর পর্যন্ত হেলাল কমিটির সংবাদের অপেক্ষায় থাকতে হয়।

রমজানের ২৯ রোজা হবে, নাকি ৩০ রোজা? এটা নিয়েও থাকে সংশয়। একটা গ্রুপ ২৯ রোজা করে ঈদের নামাজ আদায় করছে, অপর দিকে অন্য দল ৩০ রোজা রাখছে। উনত্রিশ রোজার সন্ধ্যায় বাসায় গৃহিণীরাও উৎকণ্ঠায় থাকেন, আগামীকাল ঈদ হবে কি না, রান্নার আয়োজন করবেন কি না। আমি বরাবরই দেখে আসছি টরন্টোতে দুই দিন রোজা শুরু হয় এবং দুই দিন ঈদ উদ্‌যাপিত হয়। একবার একই দিনে রোজা শুরু হয়েছে এবং একই দিনে ঈদ হয়েছে। শুধু ঈদুল ফিতর নয়, ঈদুল আজহাও দুই দিন উদ্‌যাপিত হয়।

টরেন্টো আসার পর ডাউন টাউনে প্রথম ঈদের নামাজ পড়েছি বুলগেরিয়ান চার্চে। ছবি ও মেরির মূর্তি সাদা কাপড়ে আবৃত করে রেখেছিলেন তাঁরা। পরের বছর সোমালিয়ান মসজিদ ঈদের নামাজ এলিমেন্টারি স্কুলের অডিটরিয়ামে আয়োজন করেছিল। এখন তাঁরা প্রতি বছর খেলার মাঠে ঈদের নামাজের আয়োজন করে। বর্তমানে বিভিন্ন মসজিদে এক বা একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কোনো কোনো মসজিদে সূর্যোদয়ের পরপরই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ জন্য ঈদের নামাজের প্রথম জামাতে অংশগ্রহণ করতে চাইলে ফজরের নামাজ আদায়ের পর মসজিদেই অপেক্ষায় থাকতে হয়। টরন্টোতে ডেন্টোনিয়া পার্কে খোলা আকাশের নিচে বাংলাদেশি কমিউনিটির অনেক বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখন। নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারে অনেক বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ২০-২৫ হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করে। এ রকম খোলা মাঠের ঈদের জামাতে কংগ্রেস সদস্য, মেয়র ও সিনেটরদের রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত হন এবং তাঁরা বক্তব্য দেন। নামাজের জন্য এসে অযাচিত ভাষণ শ্রবণ যেন এক ‘অনুরোধের ঢেকি গেলা’! নিউইয়র্কে ঈদ উপলক্ষে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করে। আমাদের এখানে প্রতিবার ভিন্ন দুই দিনে ঈদ উদ্‌যাপিত হওয়ার কারণে কানাডার স্কুলের ছাত্র–ছাত্রীরা এই সুযোগ থেকে বঞ্চিত।

৩০ মার্চ নর্থ আমেরিকায় সবাই (সৌদি আরব ও হেলাল কমিটি) একসঙ্গে ঈদুল ফিতরের ঈদ উদ্‌যাপন করবে। একসঙ্গে ঈদ উদ্‌যাপনের বিষয়টি খুবই আনন্দের ও আবেগের। ‘ও মোর রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।’ ঈদ মোবারক।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]