মিশিগানে পিঠা উৎসব ও মকরসংক্রান্তি উদ্যাপিত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্নস্থানে পিঠা উৎসব ও মকরসংক্রান্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন, মন্দির ও প্রতিষ্ঠানে পূজা, কীর্তন, নগর পরিক্রমা, পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
দুর্গা টেম্পল: ডেট্রয়েট সিটির দুর্গামন্দিরে গত রোববার (২৬ জানুয়ারি) পিঠা উৎসব ও মকরসংক্রান্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পূজা, গীতাপাঠ, কীর্তন, নগর পরিক্রমা করা হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক ভক্তরা পিঠা নিয়ে মন্দিরে আসেন। বিশেষ করে নারীরা পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মিশিগানের বিভিন্ন শহর ডেট্রয়েট, হ্যাট্রাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ট্রয়, মেডিসন হাইটস থেকে মন্দিরে আসেন। মন্দিরের হলরুমে পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারীরা রকমারি স্বাদের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৫০–এর অধিক প্রতিযোগিনী শতাধিক ট্রে নিয়ে বিভিন্ন রকমের পিঠা নিয়ে এতে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই পিঠার স্বাদ নেন। বিচারকেরা পিঠার স্বাদ, পরিমাণ, মানের ওপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন। বিচারক ছিলেন হারান সেন, মিঠু পাল, বিশ্বেসর চন্দ, ডলি দেব ও রুবি ধর। প্রথম পুরস্কার পান লাভলী দাশ, দ্বিতীয় পুরস্কার তৃষিতা ধর ও তৃতীয় পুরস্কার পান কৃষ্ণা শুক্লা। পিঠার পরিমাণ ও সৌন্দর্যের (ট্রে ডেকোরেশান) ওপর পুরস্কার পান যথাক্রমে মিনাক্ষী ধর ও বৈশালী দেব।
এ ছাড়া পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে একটি করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। মন্দিরের পক্ষ থেকে পুরস্কারগুলো বিতরণ করেন নিতেশ সূত্রধর, প্রদীপ চৌধুরী, মৃগাঙ্ক রায়, দীপালী মিত্র, দীপালী চক্রবর্তী প্রমুখ। প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক ভক্তরা বিশেষ করে নারীরা যে রকমারি পিঠা নিয়ে মন্দিরে আসেন এ জন্য মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ ও ভাইস প্রেসিডেন্ট নিপেশ সূত্রধর সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর ও মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডিরেকটর পার্থ দেব।
শিবমন্দির: ওয়ারেন সিটির শিবমন্দিরে গত রোববার (১৯ জানুয়ারী) পিঠা উৎসব ও মকরসংক্রান্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, কীর্তন ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের ভক্তরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এছাড়া মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গত শনি ও রোববার হ্যামট্রাম্যাক ও ওয়ারেনের বিভিন্ন রেস্টুরেন্টে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।