দক্ষিণ আফ্রিকায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের হলরুমে ‘বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সুরক্ষা ও সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’–এর আয়োজিত প্রবাসীদের অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

এর ফলে দক্ষিণ আফ্রিকাসহ মহাদেশের দক্ষিণাঞ্চলীয় সাতটি দেশ ইসোয়াতিনি, লেসোথো, বতসোয়ানা, জাম্বিয়া, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশিকে ই-পাসপোর্টের সেবার অন্তর্ভুক্ত করা হয়েছে।

ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম। ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা পর্বে উপস্থিত সাধারণ প্রবাসীদের মধ্যে ই-পাসপোর্ট নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন অতিথিরা।

প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মমিন। ফার্স্ট সেক্রেটারি কাজী জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গিয়াস উদ্দিন মিয়া। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে শতাধিক প্রবাসী অংশ নেন।