কেনিয়ায় বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবস উদ্যাপন
কেনিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ও প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযথ মর্যাদায় ৫১তম বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে রাজধানী নাইরোবিতে হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচি শুরু হয়।
এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন ও দিবসের তাৎপর্য বর্ণনা করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার তারেক মুহাম্মদ।
সান্ধ্য অধিবেশনে প্রবাসী বাংলাদেশি পরিবার ও কেনিয়ার বিভিন্ন সংস্থায় কর্মরত উল্লেখযোগ্যসংখ্যক দেশি–বিদেশি নাগরিকদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই বাংলাদেশি শিশু–কিশোরদের গাওয়া ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ দর্শকদের আনন্দিত করে। ‘নাও ছাড়িয়া দে, ও মাঝি পাল উড়ায়ে দে’ গানের তালে তালে শিশু তাহমীদ ইউসুফ খান আরহামের নাচ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ! এরপর একে একে বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু–কিশোরদের পুরস্কার বিতরণ এবং উপস্থিত সবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।