জার্মান-বাংলাদেশ সমিতি আউগবুসর্গের ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত

জার্মান-বাংলাদেশ সমিতি, আউসগবুর্গের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

জার্মানির ব্যাভেরিয়া রাজ্যের আউগসবুর্গ শহরে ‘জার্মান-বাংলাদেশ সমিতি আউসগবুর্গ’-এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর আউগসবুর্গের ঐতিহাসিক গোল্ডেন মিলনায়তনে জার্মান-বাংলাদেশ সমিতি আউসগবুর্গের এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জার্মানির বিভিন্ন অঞ্চল ও বাংলাদেশ থেকে আসা শিল্পী ও অতিথিরা।

২৫ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। আউগসবুর্গ শহরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতেই জার্মান-বাংলাদেশ সমিতি আউসগবুর্গ সংগঠনটির সভাপতি ফজলুর রহমান ২৫ বছর ধরে আউগসবুর্গ শহরে তাদের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, জার্মানির মতো দেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সংগঠনটি শিক্ষা সংস্কৃতি ও নানা বিষয়ে কাজ করছেন।

মোশাররফ হোসেন ভুঁইয়া ও আউগসবুর্গের মেয়র মার্টিনা ভিল্ড আউগসবুর্গ শহরে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আনিতা বোস পাফ, স্পোনসহ আরও কিছু অতিথি।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজ দীপনের সঞ্চালনে সংগীত পরিবেশন করেন শিল্পী অপূর্ব বিশ্বাস, বৈশাখী বিশ্বাস, আলোকানন্দ সুব্রিতা বিন্তি প্রমুখ। স্থানীয় শিল্পীদের অনুষ্ঠানের পর মঞ্চে ওঠেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী বাপ্পা মজুমদার ও তাঁর দল। জনপ্রিয় সব গান পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সুরকার ও শিল্পী বাপ্পা মজুমদার। এ পর্বের সঞ্চালনায় ছিলেন নাউরিন আহমেদ এবং আন্নালেনা ভাগ্নার।