সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত
সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারে গত ২৯ জুন অনুষ্ঠিত হয় একুশে একাডেমি অস্ট্রেলিয়ার বইমেলা ২০২৫–পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজুর সঞ্চালনায় শুরু হয় মূল আলোচনা। আলোচনায় অংশ নেন গামা আব্দুল কাদের, সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, শেখ শামীমুল হক, অজয় দাশগুপ্ত, ইসহাক হাফিজ, সফিকুল ইসলাম, নাজমুন নাহার, আনিসুর রহমান ও সরকার কবিরুদ্দিন। বক্তারা একুশে একাডেমির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতের বইমেলাকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে বিভিন্ন পরামর্শ দেন।
আলোচনার পর সাংস্কৃতিক সম্পাদক আশিক সুজনের পরিচালনায় অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন এবং একুশে একাডেমির উদ্যোগের প্রশংসা করেন।