কলাকার আর্টস দেবী রোববার
কলাকার আর্টস ইউকের প্রতিষ্ঠাতা শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী কয়েক বছর ধরে বিলেতের বিভিন্ন ভেন্যুতে বিগত দিনের নামী মহিলা শিল্পীদের জীবনের ওপর ভিত্তি করে মিউজিক্যাল পরিবেশনা করছেন। বেগম আখতার, গওহর জানের মতো ভারতের নামী শিল্পীদের পাশাপাশি মুন্নিবাই, জোহরাবাই, ইন্দুবালার মতো শিল্পীদের জীবন নিয়ে তৈরি এই মিউজিক্যাল পরিবেশনাগুলোর দৌলতে পুরো ব্রিটেনের সংগীত ও থিয়েটারপ্রেমী দর্শকেরাও এখন এই শিল্পীদের গান, তাঁদের জীবন, শাস্ত্রীয় সংগীতে তাঁদের অবদান নিয়ে আগ্রহ প্রকাশ করছেন।
গান, কবিতা, গল্প, নাচ ও অভিনয়সমৃদ্ধ এ মিউজিক্যাল পরিবেশনাগুলো দর্শকদের এক আসনে বসিয়ে রাখে একটানা প্রায় দুই ঘণ্টা। চন্দ্রা চক্রবর্তীর বহুদিনের রিসার্চ আর এই মিউজিক্যাল পরিবেশনাগুলোর হেরিটেজ কানেকশন বুঝতে পেরে প্রাতিষ্ঠানিকভাবে বিলেতের আর্টস কাউন্সিল ও ন্যাশনাল হেরিটেজ লটারি সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এই বিশেষ প্রজেক্টের শেষ অনুষ্ঠান দেবী—আগামীকাল রোববার (২ মার্চ) পূর্ব লন্ডনের রিচ মিক্সে। এবারের প্রযোজনায় শাস্ত্রীয় সংগীতশিল্পী জোহরাবাইয়ের সঙ্গে রবীন্দ্রনাথের শিষ্য সাহানা দেবী, অতুলপ্রসাদ সেন ও দিলীপকুমার রায়ের কথাও তুলে আনছেন চন্দ্রা।
কলাকার আর্টস যেমন নামী শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে, তেমনি নতুন প্রজন্মের শিল্পীদেরও সঙ্গে রাখে। যেমন এবারের অনুষ্ঠানে কথক পরিবেশনে মুন্নিবাইয়ের ভূমিকায় দেখা যাবে শ্রীতমা মুখার্জীকে, যিনি এত কম বয়সেই বিলেতে প্রথম সারির কথকশিল্পী হিসেবে নিজের জায়গা প্রস্তুত করতে চলেছেন। সঙ্গে আরও কয়েকজন বিশিষ্ট শিল্পী রয়েছেন; বিজয় রাজপুত, কামালবীর নান্দ্রা, অনি বর্ধন, অমিত দে, পারমিতা ঘোষ প্রমুখ।