ভিয়েনায় বাংলাদেশিদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জমজমাট এক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত রোববার ভিয়েনার ‘স্পোর্টস সেন্টার ডোনাউ সিটি’র একটি মাঠে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ফাইনাল, সেমিফাইনালসহ মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হয়। মোট আটটি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়া (বিএফসিএ) টুর্নামেন্টটির আয়োজন করে। ফাইনালে এফসি ইউনিক, এফসি পদ্মাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের অপর দলগুলো ছিল এফসি রয়্যাল, টাওয়ার টোয়েন্টি, মোহামেডান এসসি, জালালাবাদ সমিতি, কুমিল্লা সমিতি ও এফসি এলিগ্যান্ট। সেমিফাইনালের প্রথম খেলায় এফসি ইউনিক ২-০ গোলে এফসি এলিগ্যান্টকে হারিয়ে ফাইনালে এবং দ্বিতীয় সেমিফাইনালে এফসি পদ্মা ২-১ গোলে টাওয়ার টোয়েন্টিকে হারিয়ে ফাইনালে ওঠে।

খেলা চলাকালে অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক দর্শক টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করেন। খেলায় দারুণ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তালি ও প্রিয় দলের নাম উচ্চারণ করে খেলোয়াড়দের উৎসাহ দেন নারী ও পুরুষ দর্শকেরা।

টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন এফসি ইউনিকের বিমল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এফসি ইউনিকের শিবলু (ইউকেপ্রবাসী)। টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার নির্বাচিত হন এফসি ইউনিকের জোবাইর (ইউকেপ্রবাসী)। সেরা গোলরক্ষক নির্বাচিত হন পদ্মা এফসির উৎপল। চারটি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে নির্বাচিত হন এফসি ইউনিকের অধিনায়ক ইমন ও এফসি এলিগ্যান্টের তানজিম। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এফসি ইউনিকের ইমন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলায় উপস্থিত সব শিশুদের উৎসাহ দেওয়ার জন্য একটি করে পদক দেওয়া হয়। অতিথি বক্তারা এ টুর্নামেন্ট যেন প্রতিবছর আয়োজন করা হয়, সে বিষয়সহ ভিয়েনায় ক্রীড়া উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন।