প্রবঞ্চক নগরী

অলংকরণ: মাসুক হেলাল

দৃশ্যত ঝড়ের কাছে সুরক্ষিত থাকা যায় না
নিহত রোদের কাছে সুন্দর
হিমঘরে আগুন জ্বালিয়ে তবেই করি নিজেকে এখন তৎপর,
নির্জন আর্তনাদে লালঝুঁটি সারস
বরফগলা ঝিরিঝিরি নদী
তুমি বেশ নাচো ধ্রুপদি,
তবে কি তুমি দেবে আমায় তোমার মৃত্যু উপবাস?
পৃথিবীর সব সুখ উড়ে গেছে এখন
নৈরাশ্যের বন্দর ছেড়ে বহুদূরে, বরফের দেশে
অথচ স্বেচ্ছাচারী তুমি এখনো সুন্দর, তুমি ভয়াবহ দস্যুরানি।
তবে কি আমি কোনো অসুখী শকুন?
কিংবা তুলনামূলক প্রেমিক?
অথবা দেয়াল থেকে খসে পড়া পলেস্তারা?
বৈরী বিচ্ছেদ এখন জড়াজড়ি করে
অনর্গল ভালোবাসা কই?
স্বপ্নের গল্পগুলো খামোখা ভিড় করে এখন হৃদয় অলিন্দে
এভাবে নিয়ত কি আর বাঁচা যায়?
তুমি থাকো বিষুবরেখায়।
পাথরে পাথর ঘষে
আগুনও একদিন দাবানল হবে
বিক্ষোভের রাজ্যপাট হবে কবিতার মতো
নীলের প্রভায় দুষ্প্রাপ্য দারুচিনি,
আমি বেলজিয়ামের আয়না
তকতকে জার্মান টাইলস,
দম্ভ কিসে তোমার সুন্দরী?
নিংড়ানো নদীর জল হয় কি টলমল?
তুমি এক প্রবঞ্চক নগরী।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]