ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত
দূর পরবাস–২
সেকশন:
ট্যাগ:
ছবি: ১৪৭ নামে নাগরিকে
মেটা এ এক্সসার্প্ট:
ব্লার্ব:
কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)। গত ১৪ মার্চ সন্ধ্যায় প্যারিসের অদূরে পন্তার স্থানীয় একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক–রাজনৈতিক দলের নেতা ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মানবিক ও মননশীল সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুস্থ ধারার কমিউনিটি–বান্ধব সাংবাদিকতার বিকল্প নেই।
পরে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভ্রমণের গল্প, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]