বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ ২৭ অক্টোবর সকাল ১০টায় বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্কুল ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এরপর বাহরাইনের বাংলাদেশ দূতাবাস রাজধানী মানামার রেডিসন ব্লু হোটেলে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানটি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে এবং প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ইমরান আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের সদ্য সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুহাম্মদ নজরুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী।

চার্জ দ্য অ্যাফেয়ার্স মহিউদ্দিন কায়েস স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীসহ অতিথিদের ধন্যবাদ জানান এবং বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। স্কুল প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান দেন সাবেক রাষ্ট্রদূতসহ বাংলাদেশি প্রবাসীদের। তিনি স্কুল ভবন নির্মাণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মুমিনুর রহমান এবং সদ্য সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ নজরুল ইসলামের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি স্কুল ভবন নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানন্দ অনুমোদন ও তাঁর বরাদ্দকৃত অর্থে জাতির পিতার নামকরণে বিশ্বের বুকে প্রথম বাহরাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বাংলাদেশ স্কুল নামে এ স্কুল নির্মাণ করা হচ্ছে, এটি বাহরাইনে বসবাসরত বাংলদেশিদের জন্য বিশেষ গৌরব ও আনন্দের।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতা, সাংবাদিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি