সিডনিতে প্রবীণদের নিয়ে বাংলাদেশি নারীদের আয়োজনে

অনুষ্ঠানের একাংশের দর্শক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবীণদের মানসিক প্রফুল্ল নিয়ে ‘সিনিয়র সিটিজেন ফোরাম’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির গ্লেনহেভেন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে সিডনির বাংলাদেশি নারীদের সংগঠন সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক। সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবীণদের মানসিক ও শারীরিক সন্তুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রবীণদের স্বাস্থ্যবিষয়ক আলোচনা করেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা। এর মধ্যে ছিল মস্তিষ্কে রক্তক্ষরণের প্রাথমিক লক্ষণ, ডিমেনশিয়া, বয়সী ব্যক্তিদের পড়ে যাওয়ার ভয়, ক্রনিক ব্যথা, শ্রবণশক্তি হ্রাস ইত্যাদি। আলোচনায় প্রবীণদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র তৈরি করে রাখার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। আলোচনা পর্বের পরপরই সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন উপস্থিত প্রবীণেরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেন কিরবি।

প্রবীণদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এ সময় প্রবীণদের কেউ কেউ গান, কবিতা, কৌতুকময় গল্প ও মধুর স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় অন্যতম ভূমিকা রাখে অস্ট্রেলিয়ার বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস (বিএমএস-এনএসডব্লিউ)। বাংলাদেশি প্রবীণদের জন্য এমন মহতী উদ্যোগের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন বিএমএসের সভাপতি অধ্যাপক রেজা আলী।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির সহসভাপতি সোনিয়া রশিদ এবং কার্যকরী সদস্য তানজিন আহমেদ। সোনিয়া রশিদ বলেন, ‘এ ফোরামের সাহায্যে আমরা প্রবীণদের সঙ্গে সংযোগ স্থাপন করব। চলমান সংলাপের পরিবেশ তৈরি করব, যার মাধ্যমে জানতে পারব, কীভাবে আমরা তাঁদের জীবনকে সহজ করে তুলতে পারি।’

অন্যদিকে অনুষ্ঠান আয়োজন নিয়ে আয়োজক সংগঠনের সভাপতি নাহিদ সায়মা বলেন, ‘সংগঠনের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটির মাধ্যমে পূর্ববর্তী ও পরবর্তী প্রজন্মের মধ্যে যদি যোগসূত্র তৈরি করতে পারি, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে।’