‘আবৃত্তি আমার ভালোবাসা’ বইটির প্রকাশনা উৎসব

‘আবৃত্তি আমার ভালোবাসা’ বইটির প্রকাশনা উৎসবে অতিথিরাছবি: সংগৃহীত

গত ১৭ ডিসেম্বর কলকাতার বাংলা আকাডেমি সভাকক্ষে বিশিষ্ট আবৃত্তিকার পিনাকী চট্টোপাধ্যায়ের লেখা ‘আবৃত্তি আমার ভালোবাসা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা ড. তপন রায় প্রধান, সঙ্গীত শিল্পী দেব চৌধুরী, কবি শিবাশিস মুখোপাধ্যায়, অভিনেতা ও শিক্ষক ড. জনার্দন ঘোষ, উদার আকাশ প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ, আকাশবাণী এফ এর জনপ্রিয় উপস্থাপিকা শুক্লা রায়, সংগীত শিল্পী ড. পৌলমী দাস, ত্রিপুরা থেকে বিশিষ্ট আবৃত্তিকার বৈশম্পায়ন চক্রবর্তীসহ প্রমুখ।

ছায়ানট (কলকাতা)র সমবেত আবৃত্তি ‘সাম্যবাদী নজরুল’ পরিবেশনা করা হয়। এটি পরিচালনা করেন সোমঋতা মল্লিক। এছাড়াও আবৃত্তি পর্বে উপস্থিত ছিলেন ড. তপন রায় প্রধান ও অধ্যাপক ড. ইমানুল হক। উৎসবে সূচনা সঙ্গীত পরিবেশন করেন ড. পৌলমী দাস। এক ভিন্নতর আঙ্গিকে ইংরেজি ভাষায় কথাভিনয় নিয়ে ছিলেন ড. জনার্দন ঘোষ।

নবীন প্রবীণ গুণী আবৃত্তি শিল্পীরাদের সঙ্গে ছিলেন বাংলার শিল্পীরা ও অনেক আবৃত্তিদল। সামগ্রিক পরিচালনায় ছিলেন সিদ্ধার্থ দাশ। সঞ্চালনা করেন হৈমন্তী ভট্টাচার্য।

বইটি উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়।