অস্ট্রেলিয়ায় ইমেরিটাস অধ্যাপক সম্মাননা পেলেন বাংলাদেশি আনিসুজ্জামান চৌধুরী

আনিসুজ্জামান চৌধুরীছবি: সংগৃহীত

বিশ্বে বহুল সম্মানিত ‘ইমেরিটাস অধ্যাপক’ উপাধিতে সম্মানিত হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশি আনিসুজ্জামান চৌধুরী। অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় তাঁকে এ সম্মাননা প্রদান করে। বিশ্ববিদ্যালয়টির চলতি বছরের বার্ষিক সভায় আনিসুজ্জামান চৌধুরীকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে গ্রহণ করা হয়। অধ্যাপনা পেশায় ইমেরিটাস অধ্যাপক একটি উচ্চ মর্যাদাসম্পন্ন উপাধি। একজন অধ্যাপকের জীবদ্দশায় তাঁর অসাধারণ নেতৃত্ব, কৃতিত্ব, অর্জন ও অবদানের স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত অধ্যাপকদের এই ইমেরিটাস অধ্যাপক উপাধি দেওয়া হয়।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে ‘সামষ্টিক অর্থনৈতিক নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন অধ্যয়ন’ বিষয়ে দুই যুগের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ও নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেছেন আনিসুজ্জামান চৌধুরী। তাঁর এই অবদানকে সম্মান জানিয়ে তাঁকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রায় চার দশক ধরে অধ্যাপনার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন। তাঁর রচিত ও সম্পাদিত ২৫টির বেশি বইয়ের পাশাপাশি আরও প্রকাশিত হয়েছে শতাধিক গবেষণা প্রবন্ধ। এ ছাড়া বিশ্বদরবারে বাংলাদেশের মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে তুলে ধরতে তাঁর কর্মজীবন নিয়ে দুটি বই ইংরেজিতে সম্পাদনা করেছেন তিনি।

পরিবারের সঙ্গে আনিসুজ্জামান চৌধুরী
ছবি: সংগৃহীত

আনিসুজ্জামান চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের চট্টগ্রামে। সত্তরের দশকে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আনিসুজ্জামান চৌধুরী। এরপর আশির দশকে কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তারপর অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি অধ্যাপনা শুরু করেন। আনিসুজ্জামান চৌধুরীর এই ইমেরিটাস অধ্যাপক উপাধি অর্জনে গর্ব করছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা।