শুভেচ্ছা, আমেরিকা
খ্রীষ্টফার পিউরীফিকেশন, আমেরিকা
আমেরিকা একটি বিশাল দেশ
এসো পরস্পর হাতে হাত ধরি
এখানে নিজেদের প্রাঙ্গণ রচনা করি
এখানে নানান দেশের; নানান বর্ণের
মানুষ আমরা; নানান গোত্রের নানান ধর্মের
নির্ঝঞ্ঝাটে ও নিরাপদেই; আছি সকলেই বেশ!
এখানে বিভেদ বিসম্বাদ সব ভুলে
নিজেদের সংস্কৃতির জানালা খুলে
নির্বিবাদে আমরা; প্রাণ মন তুলে ধরি
মুক্তবাক হয়ে; স্বাধীন ব্যক্তিসত্তা নিয়ে
দৃপ্তপদে এক তালে; পাশাপাশি যাই এগিয়ে
একযোগে সকলকে; আমরা বিকশিত করি।
আমেরিকা একটি সুন্দর; বিশাল মানবজমিন
এসো এখানে বুনন করি; আমাদের স্বপ্ন রঙিন
আমাদের জাতিসত্তা; তুলে ধরি অনন্য উচ্চতায়
বাঙালি, বাংলা ভাষা, বাংলাদেশকে এককথায়
উন্মুক্ত এই পরিসরে; বিশ্বসভায় করি পরিচিত
এই আমেরিকায়; আমরা বাঙালি সকলে হই স্থিত।
আমেরিকা এখন; আমাদের সকলের আর একটি দেশ
স্বাধীনতা দিবসে তাকে জানাই; আমাদের শুভেচ্ছা অশেষ।