জার্মানির ট্রাফিক সিগন্যাল কোয়ালিশন সরকার বিপাকে, আস্থা ভোটে টিকতে হবে শলৎজকে
জার্মানির ট্রাফিক সিগন্যাল কোয়ালিশন সরকার, মানে সোশ্যাল ডেমোক্রেটিক (লাল), গ্রিন (সবুজ দল) এবং বিজনেস ফ্রি ডেমোক্রেটিক (হলুদ)—তিন দল নিয়ে গঠিত জার্মান কোয়ালিশন ভাঙনের মুখে। শুরু থেকেই শরিক দলগুলোর মধ্যে মতবিরোধ চলে আসছিল। এর পরিণতিতে ফ্রি ডেমোক্রেটিক দলের অর্থমন্ত্রী পদত্যাগ করেন। তিনি তাঁর সংসদ সদস্য পদটিও ছেড়ে দেন। একই সভায় নতুন অর্থমন্ত্রী রবার্ট হ্যাবাককে প্রেসিডেন্ট স্টাইন মায়া শপথ পড়ান।
জার্মান পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, এই বছরের মধ্যেই চ্যান্সেলর ওলাফ শলৎজকে সংসদ সদস্যদের আস্থা ভোটের মাধ্যমে তাঁর পদে টিকে থাকতে হবে। পাশাপাশি আগামী ৯০ দিন বা ৩ মাসের মধ্যে নতুন সংসদ নির্বাচন দিতে হবে।
ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ক্রয়, স্বাস্থ্য খাতে ব্যয়, অধিবাসী আইনসহ আরও কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন দলগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল। ২০২১ সাল থেকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব দিয়েছে জার্মান এবং এখন রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ওলফ শলৎজের প্রশাসনকে টিকিয়ে রাখার জন্য অবিলম্বে নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে।
শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাট, লিন্ডনারের প্রো-বিজনেস ফ্রি ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির সমন্বয়ে গঠিত। সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল রাজনীতি ছেড়ে দেওয়ার পর জোটটি দায়িত্ব নেয়।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পরিপ্রেক্ষিতে জোটের মধ্যে একসঙ্গে থাকার আবেদন সত্ত্বেও অর্থমন্ত্রী লিন্ডনারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপরই গ্রিন পার্টির নেতা রবার্ট হ্যাবেককে অর্থমন্ত্রী করা হয়েছে।