মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা আয়োজন

কেন্দ্রীয় শহীদ মিনারছবি: আবদুস সালাম

যুক্তরাষ্ট্রের মিশিগানে বায়ান্নর ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করেছে। দিবসটি পালনের জন্য অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বইমেলা, নৃত্য, নাটক, ছোটদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি বিকেলে ওয়ারেন সিটির সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে আলোচনা সভা, সংগীত, নৃত্য, নাটকসহ বিভিন্ন পরিবেশনা। বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি দুপুরে হ্যামট্রাম্যাক সিটির মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে শিশু, কিশোর–কিশোরীদের বয়সভিত্তিক চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে পুরস্কার। থাকবে আলোচনা অনুষ্ঠান। সংগঠনটি বইমেলার আয়োজন করবে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা হারান কান্তি সেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মেডিসন হাইটস সিটির সংগঠনের নিজস্ব কার্যালয়ে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে। রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে আলোচনা থাকবে।

সিম্ফনি ক্লাবের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি রোববার রাতে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা অনুষ্ঠান করবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। মিশিগান দর্পণ পত্রিকার উদ্যোগে পত্রিকার অস্থায়ী কার্যালয় অস্টিন ড্রাইভে ২১ ফেব্রুয়ারি দুপুরে বায়ান্নর ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

**দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]