টোকিওতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রবাসীদের মতবিনিময় সভা
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ রোববার দূতাবাসের অডিটরিয়ামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এক মতবিনিময় সভার আয়োজন করেছিল। সভায় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।
গভর্নর ব্যবসা-বাণিজ্য, প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানো, জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কোর্সে টিউশন ফি প্রেরণসহ জাপানপ্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা নোট করেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান। সভায় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি