সফররত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে সিডনি কনস্যুলেটে ইফতার

সফররত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে সিডনি কনস্যুলেটের ইফতার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সাংবাদিকতা শিক্ষাভ্রমণে আসা বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে বিশেষ ইফতারের আয়োজন করেছে সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত ৩১ মার্চ বাংলাদেশ দূতাবাসের সিডনির কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে এ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। ইফতারের আয়োজনে অতিথিদের আপ্যায়ন করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন, কনসাল মো. আশফাক হোসেনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

সাংবাদিকতা শিক্ষাসফরে যোগ দিতে বাংলাদেশ থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের ১০ জন বিশেষ প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাঁদের মধ্য থেকে ইফতারে উপস্থিত ছিলেন রাহীদ এজাজ (প্রথম আলো), পরিমল পালমা (দ্য ডেইলি স্টার), মো. রেজাউল করিম (ডেইলি সান), এ কে মোহাম্মদ মঈনউদ্দীন (ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ), মাইনুল আলম (ইত্তেফাক), মাসুদ করিম (যুগান্তর), মোহাম্মদ ফরিদুর রহমান (চ্যানেল আই), আবেদা সুলতানা (বৈশাখী টিভি) ও আবু হেনা ইমরুল কায়েস (বাংলাভিশন টিভি)।