চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বিজ্ঞান সেমিনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বিজ্ঞান সেমিনারছবি: লেখকের পাঠানো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের ম্যাডিসন হাইটস কার্যালয়ে এক বিজ্ঞান সেমিনারের আয়োজন করেছিল। এতে বাংলাদেশ থেকে আসা NASA HERC দলের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে ২০২৫ NASA Human Exploration Rover Challenge (HERC) প্রোগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশি দল Dreams of Bangladesh–এর প্রতিনিধিরা তাঁদের প্রস্তুতি ও উদ্ভাবনী রোভার ডিজাইন নিয়ে আলোচনা করেন।

‘দূর পরবাস’–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। দলের কোচ মো. মঈন উদ্দীন ও দলনেতা মাহাদীর ইসলামসহ অন্য সদস্যরা NASA HERC চ্যালেঞ্জের লক্ষ্য, রোভার তৈরির প্রযুক্তিগত দিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে তাঁদের মতামত ও সমর্থন জানান। সেমিনারে বক্তব্য দেন অলিউর রহমান, লুৎফুল বারী নিয়ন, তাহলিল আজিম চৌধুরী, কাজী এবাদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, আবুল কালাম আজাদ, আজিজ চৌধুরী মুরাদ, মিল্টন বড়ুয়া, মো. রেজাউল আমিন, মোতাক্কাবির শাহীন প্রমুখ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী, সেলিম আহমেদ, ফয়সল চৌধুরী, শাহদাৎ হোসেন, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সাব্বির খান, মাহমুদ রহমান, মিজানুর রহমান, সালাউদ্দিন মুরাদসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।