ম্যানচেস্টার হাইকমিশনে বিজয় দিবস উদ্‌যাপিত

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ইংল্যান্ডের ম্যানচেস্টার উপহাইকমিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপহাইকমিশন কাজী জিয়াউল হাসান নবনিযুক্ত উপহাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেনকে পরিচয় করিয়ে দেন। পরে বিদায়ী উপহাইকমিশনার ও নবনিযুক্ত উপহাইকমিশনার উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক যোশী, মিজানুর রহমান মিজান, গোলাম কিবরিয়া, সৈয়দ মিজান, শাহ কাইয়ুম, মোহাম্মদ জামাল উদ্দিন, কামাল হোসেন, লিটন চৌধুরী, ফয়জুল ইসলাম, আব্দুল মালিক, শানুর মিয়া, কাউন্সিলর আহমদ আলী, ব্যবসায়ী কামাল খান প্রমুখ।

দূতালয় প্রধান মুছার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটির বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চা–চক্রের আয়োজন করা হয়।