পর্তুগালে বেনফিকার জয়ে সমর্থকদের উল্লাস

পর্তুগাল লিগের শিরোপা জেতায় বেনফিকার সমর্থকদের উল্লাস
ছবি: সংগৃহীত

গত শনিবার মৌসুমের শেষ দিনে পর্তুগালে সান্তা-ক্লারাকে ৩-০ গোলে হারিয়ে চার বছরের মধ্যে ঘরের মাঠে প্রথম শিরোপা লিগ জিতেছে বেনফিকা। ২০১৯ সালের পর এটি ছিল দলটির ৩৮তম রেকর্ড বর্ধিত শিরোপা, যেখানে স্থানীয় অন্য ক্লাবগুলোর মধ্যে পর্তো দুবার এবং স্পোর্টিং একবার এ শিরোপা জিতেছিল।

এদিকে দলটির শিরোপা জয়ে খেলা শেষে বেনফিকাসহ পুরো লিসবনে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। তখন মেট্রোবাসগুলোয় ছিল উপচে পড়া ভিড়। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও বেশ সতর্ক অবস্থায় ছিল যাতে সাধারণ নাগরিকেরা নিরাপদে যাতায়াত করতে পারেন।

মেট্রোয় বেনফিকার সমর্থকদের উল্লাস
ছবি: সংগৃহীত

এ সময় সমর্থনকারীদের পরনে ছিল বেনফিকার লাল টি-শার্ট কিংবা লাল রঙের হুডি ও মাফলার। তা ছাড়া মেট্রোজুড়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছিলেন কানায় কানায় পূর্ণ সমর্থনকারীরা। এ সময় তাঁদের জোড়ালো কণ্ঠে ছিল পর্তুগিজ ভাষার ‘বেনফিকা ফোর্সা’ ‘বেনফিকা ফোর্সা’ স্লোগান। পাশাপাশি চারদিকে বাঁশির আওয়াজে মনে পড়ল দেশের ছোটবেলার ঈদ উৎসবের আনন্দ ও কিছু স্মৃতিচারণা।

খেলা শেষে দলটির কোচ সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। পুরো মৌসুমে এটি একটি দীর্ঘ সংগ্রাম ছিল। শিরোপা জিতে আমরা খুব গর্বিত এবং স্বস্তি বোধ করছি।