কোটা সংস্কার আন্দোলন: প্যারিসে প্রতিবাদী কবিতা পাঠ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে সংগঠিত হত্যা ও নিপীড়নের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের পখত দে লা পার্কে সাহিত্যের ছোট কাগজ ‘স্রোত’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘হত্যা ও নিপীড়নবিরোধী প্রতিবাদী কবিতা পাঠ’।
কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনার প্রতিবাদী কবিতা, স্বরচিত কবিতা, ছড়া পাঠ এবং আলোচনায় অংশ নেন আবৃত্তিশিল্পী মুনির কাদের, লেখক মুহাম্মদ গোলাম মুর্শেদ, কবি বদরুজ্জামান জামান, কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, সাংবাদিক শাহ সোহেল, নাট্যকর্মী সুহেব মোজাম্মেল, মেরি হাওলাদার, সাংবাদিক বাদল পাল, কবি সাইকা মাহমুদ, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, সংগঠক রাকিবুল ইসলাম, চিন্তক খালেদুর রহমান সাগর, আব্দুল কাদির, চয়ন জামান প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা ও কুমকুম সাইদা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কবিতা, কথা ও গানের মাধ্যমে হত্যা ও নিপীড়নের চিত্র তুলে ধরেন এবং সংগঠিত হত্যা ও নিপীড়নের বিচারের দাবি জানানো হয়। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলেও আসন্ন সরকারের কাছে সংঘটিত হত্যা ও নিপীড়নের বিচারের জোর দাবি জানানো হয়। শেখ হাসিনা পদত্যাগ-পরবর্তী ভাঙচুর, অগ্নিসংযোগসহ সব ধরনের অরাজক পরিস্থিতি কঠোর হাতে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি সংখ্যালঘু মানুষের বাসাবাড়ি, উপাসনালয়ে যাতে হামলা না হয়, তার নিশ্চয়তা প্রদানেরও আহ্বান জানানো হয় আয়োজনে।