আগরতলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১০ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ও আনন্দের দিন। প্রকৃতপক্ষে বিজয়ের পূর্ণতা প্রাপ্তির দিন। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের মহান মুক্তিসংগ্রামের মহানায়ক ও স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ৯ মাস ১৪ দিন পর পাকিস্তানের অন্ধকার কারা প্রকোষ্ঠ থেকে মুক্তি পেয়ে স্বাধীন মাতৃভূমিতে সগৌরবে ও বীরদর্পে প্রত্যাবর্তন করেন।
ঐতিহাসিক ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন’ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বেলা সাড়ে তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ ও মিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী।
বিকেল পৌনে চারটায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী। আলোচনা সভায় বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক মিহির দেব ও শ্রী স্বপন কুমার ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ দেবব্রত রায়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য অংশ নেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি