সিডনিতে নারী স্বনির্ভরতায় কাজ করছেন বাংলাদেশি নারীরা
অস্ট্রেলিয়ায় নারীদের স্বনির্ভরতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশি নারীদের সংগঠন অ্যারাইজ ফাউন্ডেশন। সম্প্রতি সংগঠনটি সিডনিতে আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের সহায়তায় ১৬ জন নারীকে পুরস্কার ও উপহার প্রদান করে। এ উপলক্ষে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নারীবিষয়ক মন্ত্রী ন্যাটালি ওয়ার্ড। নিপীড়নের শিকার নারীদের বিনা সুদে ঋণ, কর্ম প্রশিক্ষণ, চাকরির নিয়োগ ইত্যাদি সেবার পাশাপাশি মানসিক ও আইনি সহায়তা প্রদান করে এ সংগঠন।
এক বছরের বেশি সময় ধরে দেশটিতে কাজ করছে অ্যারাইজ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান পরিচালন কর্মকর্তার দায়িত্বে থাকা তাসনিয়া আলম হান্নান বলেন, ‘আমরা যখন শুরু করি, তখন আমাদের উদ্দেশ্য ছিল, অন্তত একজন নারীর জীবনে যেন প্রভাব ফেলতে পারি। যাত্রার মাত্র এক বছরের মধ্যে ৪৫ জন নারী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং কর্মসংস্থানে যেতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।’ নারীর ক্ষমতায়নে ভবিষ্যতে আরও নতুন প্রকল্প নিয়ে কাজ করতে আশাবাদী সংগঠনটি।
অন্যদিকে ৪ ডিসেম্বর অ্যারাইজ ফাউন্ডেশন বছরের সেরা নতুন কমিউনিটি প্রজেক্ট বিভাগে ১৫তম অস্ট্রেলিয়ান মুসলিম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে।
এই অলাভজনক সংস্থার দুই সহপ্রতিষ্ঠাতা হলেন তাসনিয়া আলম হান্নান ও ফারিহা চৌধুরী।