লন্ডনে নাজমুলের একক চিত্র প্রদর্শনী

৫ জুন থেকে মাসব্যাপী ‘অনন্তযাত্রা-৩’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বার্কিং অ্যান্ড দাগেনহাম লাইব্রেরির গ্যালারিতে চিত্রশিল্পী নাজমুল হকের ১১তম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৫ জুন থেকে মাসব্যাপী ‘অনন্তযাত্রা-৩’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়।

চিত্রশিল্পী নাজমুল হক
ছবি: সংগৃহীত

চিত্রশিল্পী নাজমুলের নিজস্ব বিশেষ কৌশল ও নান্দনিকতা নিয়ে বাংলাদেশি বিষয়বস্তু শোভা পেয়েছে প্রতিটি চিত্রে। এ প্রদর্শনীতে নাজমুলের মোট ২০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ম ওয়ার্ড কাউন্সিলার মুহিব চৌধুরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নাজমুলের প্রতিটি চিত্রে বাংলাদেশি বিষয়বস্তু শোভা পেয়েছে
ছবি: সংগৃহীত

নাজমুল হক স্নাতক সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘ওরিয়েন্টাল আর্ট’ বিভাগ থেকে। পরবর্তী সময়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন চীন থেকে।

‘অনন্তযাত্রা-৩’ শিরোনামে শিল্পী নাজমুল হকের এই একক চিত্র প্রদর্শনী চলবে জুন মাসব্যাপী।