নিউজিল্যান্ডে বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রায় সাংস্কৃতিক আয়োজন

নিউজিল্যান্ডপ্রবাসী বাঙালি সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতির উদ্যোগে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে বাঙালি ছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেনছবি: বিজ্ঞপ্তি

নিউজিল্যান্ডপ্রবাসী বাঙালি সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতির উদ্যোগে গত শনিবার (১২ এপ্রিল) অকল্যান্ডে উদ্‌যাপিত হয়েছে বাংলা বর্ষবরণ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঙালি ছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হয় পান্তা, ইলিশ, ভর্তা, মিষ্টি ও পায়েস দিয়ে।

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মূল সাংস্কৃতিক আয়োজন শুরু হয়
ছবি: বিজ্ঞপ্তি

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মূল সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। এতে উৎসুক দর্শকেরাও যোগ দেন। বর্ণিল মুখোশ ও বাদ্য সহযোগে এ শোভাযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। একে একে গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিরা প্রবাসে এ আয়োজনকে সাধুবাদ জানান এবং আগামী দিনে সম্প্রীতির সঙ্গে থাকার অঙ্গীকার করেন। অকল্যান্ডের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে যোগ দেন।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]