চলার পথে

অলংকরণ: মাসুক হেলাল

বিমানবন্দরে বসে আজ মনে হচ্ছে
এত হাজারো মানুষের ভিড়ে
যদি দেখা হয়েই যেত কোনোভাবে
অপরিচিত বলে মুখ ফিরিয়ে নিতে?
নাকি এত দিনের না-বলা কথা, লুকিয়ে রাখা ভালোবাসা আর মনের সব আবেগ...সব, সবকিছুর ঝাঁপি খুলে বসতে?
আমি জানতে চাইতাম, কেমন আছ?
বউ/বাচ্চারা কেমন আছে?
জীবন কেমন যাচ্ছে?
তুমি কি জানতে চাইতে?
আমি কেমন আছি?
আমি সব সময়ই ভালো থাকি। ভালো থাকতে হয়।
আমি কিন্তু তোমায় জিজ্ঞেস করতাম না, তুমি কেমন আছ?
কেন?
জানিই তো, আমায় ছাড়া তুমি বেঁচে থাকতে পারো, ভালো নয়!
বিধাতা আজ আবার একবার দেখা করাল—এই যে চোখের দেখা দেখে গেলাম আজ
তুমি ভালো আছ জেনে আমি বাকিটা জীবন ভালো থাকব!
তারপর যে যার গন্তব্যে যাওয়ার পথ ধরব।
*লেখক: চিকিৎসক