সিডনিতে জন্মভূমি টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে মাকসুদ ও ঢাকা
অস্ট্রেলিয়ার সিডনিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হলো জন্মভূমি টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান। ৫ নভেম্বরে সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জন ক্ল্যান্সি মিলনায়তনে এ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। এবারের আয়োজনে দর্শক মাতিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ঢাকা। বর্ষপূর্তি অনুষ্ঠান প্রাঙ্গণ মুখর ছিল স্থানীয় বাংলাদেশিদের উপস্থিতিতে।
অনুষ্ঠানের আরেক অংশে বছরজুড়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, সাংবাদিকতা, রাজনীতি, সমাজকল্যাণ, চিকিৎসা, ব্যবসায় উদ্যোগ ইত্যাদি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সিডনির বাংলাদেশিদের মধ্যে ২০ জন এ সম্মাননা পেয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টা তথ্য-বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে ওয়েবভিত্তিক টিভি চ্যানেল জন্মভূমি টেলিভিশন। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান জন্মভূমি টেলিভিশনের কর্ণধার আবু রেজা আরেফিন ও রাহেলা আরেফিন।