স্পেনে ব্যতিক্রমী বাংলা বর্ণমালার পথযাত্রা

অমর একুশে উপলক্ষে বাংলা বর্ণমালার পথযাত্রা করেছে স্পেনের রাজধানী মাদ্রিদে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিদেশিদের মাঝে উপস্থাপন করতে ব্যতিক্রমী এ আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন ও ভালিয়ান্তে বাংলা। বাংলা বর্ণমালা এবং সংখ্যার প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানে বাংলা ভাষাভাষীসহ ইউরোপিয়ান, আফ্রিকান, এশিয়ান এবং লাতিন আমেরিকানদের উৎফুল্ল উপস্থিতি ছিল এ পথযাত্রায়।

এ যাত্রাপথে বাংলাদেশের নতুন প্রজন্মের শিশু-কিশোরের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সেন্টু স্যালুটের সামনের পার্কে অস্থায়ী শহীদ মিনারে এ পথযাত্রা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন। কর্মসূচিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওহিদ আহমেদ, কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার, মহিলা সম্পাদিকা রুমাইয়্যা রুমি, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সম্পাদক রমিজ  উদ্দিন, রাজনীতিবিদ দুলাল সাফা, আবদুল কাইয়ুম সেলিম, একরামুজ্জামান কিরণ, জাকির হোসেন, রিজভি আলম প্রমুখ অংশ নেন।

আয়োজকদের ভাষ্য হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশের এ দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। ভবিষ্যতে আরও নতুনভাবে একুশে পালনের পরিকল্পনা করা হবে।

দূর পরবাসে লেখা ও ছবি পাঠাতে পারেন [email protected]–এ।