মুম্বাইয়ে গণহত্যা দিবস পালিত

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

বাংলাদেশের উপহাইকমিশন, মুম্বাই গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) গভীর শ্রদ্ধার সঙ্গে গণহত্যা দিবস পালন করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই বিভীষিকাময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। চ্যান্সারি মিলনায়তনে উপহাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটির আনুষ্ঠানিকতা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়, বিশেষ মোনাজাত করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপহাইকমিশনার তাঁর বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের এবং বাংলাদেশের ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধের সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এই হত্যাকাণ্ডকে মানব–ইতিহাসের ভয়াবহতম গণহত্যার একটি হিসেবে উল্লেখ করেন এবং ব্যাখ্যা করেন কীভাবে পাকিস্তানি সামরিক জান্তা পরিকল্পিতভাবে বাঙালিদের স্বাধীনতার স্বপ্নকে দমন করতে চেয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে সেই ভয়াল রাতের নিরীহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি