সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখছেন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলসের প্রেসিডেন্ট অধ্যাপক ড. রেজা আলী
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের জন্য প্রাক্‌-কর্মসংস্থান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সিডনির নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অবার্ন ক্লিনিক্যাল স্কুলে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় চাকরি পেতে প্রস্তুত করতে এবং দেশটির চিকিৎসা খাত সম্পর্কে পরিচিত করে তুলতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কারিকুলাম ভিটা প্রস্তুত, চাকরির আবেদন করার নিয়ম, চাকরির সাক্ষাৎকার প্রস্তুতি এবং ক্যারিয়ার পাথওয়ে নিয়ে আলোচনা।

অস্ট্রেলিয়ায় মেডিকেল কর্মকর্তা হিসেবে প্রস্তুত হওয়ার এ কর্মশালার আয়োজন করে দেশটির বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস। দেশটির অন্যান্য রাজ্য থেকেও বাংলাদেশি চিকিৎসকেরা অনলাইন ভিডিও কলে অংশগ্রহণ করেন।