অস্ট্রেলিয়ার বসন্ত

পঞ্জিকা অনুযায়ী সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত অস্ট্রেলিয়ায় বসন্ত ঋতু। এ সময় গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যায়। বাতাসে ম–ম ঘ্রাণ। দৈনন্দিন কর্মব্যস্ততা থেকে একটু জিরিয়ে নিতে মানুষ সপ্তাহান্তে বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমায়। বাসাবাড়ির আঙিনাগুলোও ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে। সেখানে ফুলের বাগানে দেখা মেলে ব্যস্ত মৌমাছির। পাখিরাও এ সময় ব্যস্ত সময় পার করে। ছবিতে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বসন্তকালের কিছু চিত্র।

১ / ১২
নিউ সাউথ ওয়েলস রাজ্যের বোড়াল সাবার্বের করবেট গার্ডেনে ফুটেছে বাহারি রঙের টিউলিপ
২ / ১২
পেপার ডেইজিগুলোকে দেখলে মনে হয় মাটিতে তারার মেলা বসেছে
৩ / ১২
পেপার ডেইজির সৌন্দর্যে মানুষ একটু জিরিয়ে নিচ্ছেন
৪ / ১২
বসন্তকালের দর্শনার্থী দেখে ক্যাঙ্গারুগুলো থমকে দাঁড়িয়ে গেছে
৫ / ১২
বসন্তকাল তাই মৌমাছিরা পার করছে ব্যস্ত সময়
৬ / ১২
বসন্তের আগমনে ফুটেছে ঘণ্টা আকৃতির কুয়ালাপ বেল ফুল
৭ / ১২
বসন্তের আগমনে ফুটেছে নেটিভ ফ্রাঞ্জিপানি ফুল হাইমেনোস্পোরাম
৮ / ১২
বসন্তের আগমনে বাড়ির আঙিনা ও বাগানে ফুটেছে চেরি ব্লসম
৯ / ১২
বসন্তের আগমনে পুকুরে চলছে পাখিদের জলকেলি
১০ / ১২
বসন্তের আগমনে ফুটেছে সবুজ ল্যাভেন্ডার কটন ফুল
১১ / ১২
বসন্তের আগমনে সিডনির মাউন্ট এনান বোটানিক গার্ডেনে ফুটেছে ওয়ারাটা ফুল
১২ / ১২
বসন্তের আগমনে সিডনির মাউন্ট এনান বোটানিক গার্ডেনে ফুটেছে স্পিয়ার লিলি