ইতালিতে খোলা মাঠে প্রবাসীদের ইফতার

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৩ মার্চ) ভিচেন্সায় খোলা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে খোলা মাঠে ইফতারে ইতালিয়ান নাগরিকসহ পাকিস্তান, মরক্কো, মধ্যপ্রাচ্য দেশগুলো মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর সবার জন্য উন্মুক্ত ইফতার পরিবেশন করা হয় এবং উপস্থিত সব মুসলমান একসঙ্গে নামাজ আদায় করেন।

স্থানীয় এক ইতালিয়ান নাগরিক বলেন, আজানের ধ্বনি ও মুসলমানদের ঐক্যবদ্ধ ইফতার দেখে আমি অভিভূত। এটি সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা।

অনুষ্ঠান সঞ্চলনা করেন, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। ভিচেন্সা ইসলামি সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক, আমরা মুসলমান এভাবে সিয়াম–সাধনার একটি মাস পালন করি। তিনি ধন্যবাদ জানান, যাঁরা এই আয়োজনে সহযোগিতা করেছেন। তিনি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার মাহফিলে ভিচেন্সায় বাংলা কমিউনিটিসহ সব প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনায়।

এ সময় ভিচেন্সার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায়বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেন্সায় প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল উপস্থিত ছিলেন।