মাদ্রিদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্‌যাপন করা হয়েছেছবি: দূতাবাসের সৌজন্য

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্‌যাপন করা হয়েছে। মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’–এর প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে স্পেন, ইকুয়েটরিয়াল গিনি ও এন্ডোরায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’–এর কর্মসূচির উদ্বোধন করেন। এরপর রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীরা দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার বৈপ্লবিক গণ–অভ্যুত্থানের ওপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী, স্পেনপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের এবং জুলাই ২০২৪-এ ছাত্র-জনতার গৌরবময় বৈপ্লবিক গণ–অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। সভা শেষে অভ্যাগত অতিথিদের মধ্যাহ্নের খাবারে আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]