আয়ারল্যান্ডে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু
আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশিদের জন্য ই–পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে গত শনিবার। ওই দিন সকালে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও লাইবেরিয়ার জন্য নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সেডা কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
ডাবলিন আওয়ামী লীগ ও বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের (বিসিডি) তত্ত্বাবধানে বাংলাদেশ হাইকমিশন ইউকে–এর পাসপোর্ট সার্জারি টিম ডাবলিনে আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশিদের জন্য কনসোলার সার্ভিসটি পরিচালনা করছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম আইরিশ সরকারের সঙ্গে বিশেষ বৈঠকের জন্য সরকারি সফরে ডাবলিনে আসেন। বৈঠক শেষে গত শুক্রবার হাইকমিশনার আয়ারল্যান্ডে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করার জন্য ডাবলিনের সোর্ডসে আকসা অডিটরিয়ামে এক মত বিনিময় করেন। বিসিডির আয়োজনে এ সভা পরিচালনা করেন বিসিডির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে নওশীন ও নাফিসা হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে সভায় স্বাগত জানান। এরপর বিসিডির পক্ষ থেকে সভাপতি মো. মোস্তফা ও সম্পাদক শাহাদাত হোসেন হাইকমিশনারকে ক্রেস্ট প্রদান করেন।
সভায় বেলাল হোসেনের নেতৃত্বে আয়ারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া ফিরোজ হোসেনের নেতৃত্বে ডাবলিন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় রন্টি চৌধুরীর নেতৃত্বে ভয়েস অব আয়ারল্যান্ড সংবাদপত্রের পক্ষ থেকেও।
হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী কবির, সেডা কলেজের পরিচালক সাইফুল ইসলাম, বিসিডির উপদেষ্টা লাভলী সারোয়ার, বেল্লাল হোসেন ও লুবনা আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিসিডির পক্ষ থেকে সহসভাপতি মানিক শুভ ইসলাম, মো. টিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মিল্টন হক ও অপু কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সাইফুর রহমান বাবলু ও ব্যবসায়ী মুন্না সৈকত এবং বিসিডির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক পপি সারোয়ারসহ বিভিন্ন পেশাজীবীর প্রবাসী বাংলাদেশি। বিজ্ঞপ্তি
** দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]