টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশে ছাত্র বিদ্রোহ নিয়ে প্যানেল আলোচনা

আমেরিকার টেক্সাস স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগ গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) ‘ছাত্র বিদ্রোহ, জাতি গঠন এবং তার পরবর্তী’ শীর্ষক একটি হাইব্রিড প্যানেল আলোচনার আয়োজন করে। এই ইভেন্ট বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানের ওপর আলোকপাত করে, যা দেশের দীর্ঘস্থায়ী স্বৈরাচারী সরকারের পতনের দিকে পরিচালিত করে।

বক্তারা তাঁদের অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন সোশ্যাল ইনোভেশনের পরিচালক ও ইন্টিগ্রেটিভ বা ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের সহযোগী অধ্যাপক গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের আজফার হুসেইন, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক রতন কুমার রায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিকা তাহসিনা।

আলোচনায় জাতীয় পরিচয় পুনর্গঠনে ছাত্র বিদ্রোহের ভূমিকা, রাজনৈতিক বার্তা প্রদানে উদ্ভাবনী ভাষার ব্যবহার, ভুল তথ্যের বিস্তার ও বাংলাদেশের ভবিষ্যৎ পথগুলো তুলে ধরা হয়। আনিকা তাহসিনা বৈষম্যবিরোধী মূল্যবোধ সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেন। আজফার হুসেইন সম্ভাব্য পদ্ধতিগত সংস্কারের বিষয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের অস্থিতিশীলতা ও রাজনৈতিক উত্তেজনা সমাধানে জাতীয় ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। ইভেন্টটি একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়।