ছক

অলংকরণ: মাসুক হেলাল

সব দিন যেমন আনন্দ আর বিনোদনের হয় না, তেমনি সব দিন বিড়ম্বনারও হয় না। ব্যক্তিগত মানুষটি ফার্স্ট প্রায়োরিটি, তারপর অপশন। যেখানে ভালোবাসা নেই, চশমার পাওয়ার বাড়ালেও সেখানে কোনো কাজ হবে না। মূল কথা হচ্ছে, যে ধরে রাখতে জানে, সে কখনোই ত্রুটি খুঁজবে না।

সম্পর্কে লং রানের জন্য আজকাল রিসোর্সের কোনো আভাব নেই। মেন্টাল ম্যাচিং, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আনকমফরটেবল সম্পর্ক কখনোই স্থায়ী হবে না। কিছু নির্দিষ্ট ছকে জীবনযাপনের নাম কখনোই জীবন হতে পারে না। সে আমার ব্যক্তিগত মানুষ হলেও তাকে পার্সোনাল স্পেস দিতে হবে, কেননা প্রত্যেকটি মানুষেরই সিক্রেসি আলাদা, প্রাইভেসি আলাদা।

সম্পর্ক বা দাম্পত্য এগুলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নয়, লং টার্ম সম্পর্কের জন্য মোলায়েম কথা খুব উপকারী। ব্যক্তিগত মানুষটি যদি কারণে–অকারণে প্রতিদ্বন্ধী হয়ে ওঠে, সেই সম্পর্কে আর যা–ই থাকুক, আনুগত্য থাকে না। সম্পর্ক হতে হবে মুক্ত জানালার মতো, যত দূর চোখ যায়, শুধু তাকিয়ে থাকা, তাকে ভাবলেই যদি ক্লান্তি আসে, সেটা কোনোভাবেই সম্পর্ক হতে পারে না।

তাকে ভাবলেই যদি ভেতর থেকে একটা অদৃশ্য চিৎকার বেরিয়ে আসে, সেটা কোনোভাবেই সম্পর্ক নয়। সম্পর্কের আধুনিকতা হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকা, তার জন্য আহামরি তেমন কিছু লাগে না। বেসিক লাইফ স্কিলগুলো যেমন সুন্দর করে কথা বলা, সুন্দর করে তাকানো, ভালো আচরণ, নিজেকে পরিপাটি রাখা ইত্যাদি ডেভেলপ করলেই হলো। আর যারা আমাকে ভুক্তভোগী বানায়, কষ্ট দেয়, তাদের জন্য আমার এফোর্টের পরিমাণ একেবারেই শূন্য।