ফ্রাঙ্কফুর্টে ‘ঈদুল আজহার আনন্দ মেলা’
জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্রিসহাইম সালবাউ হলে ২ জুলাই অনুষ্ঠিত হয় ঈদ উপলক্ষে বিশেষ আনন্দ অনুষ্ঠান। প্রাণবন্ত এ অনুষ্ঠানে সব বয়সী নারী, শিশু ও পুরুষেরা ঈদের সাজপোশাকে অনুষ্ঠানে যোগ দেন। প্রায় ৭৫০ জনেরও বেশি অতিথি অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকেরা সবাইকেই মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন এবং বিকেলে রকমারি স্নাক্স মিষ্টি, চা-কফি পরিবেশন করা হয়।
হল ঘরটিকে মনে হয়েছিল ছোট্ট এক বাংলাদেশ। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সিয়াম হোসেন, বিথী হাছান ও সুইটি বেগমের সমন্বিত প্রাণবন্ত উপস্থাপনায় শিশুদের বিচিত্র রকম পরিবেশনা ছাড়াও গজল পরিবেশন করে তুবা ও ওয়ারিশা।
জালাল আবেদিনের মন ছুঁয়ে যাওয়া পুরোনো দিনের গান, তাপসী রায় ও সায়রা ব্রমের মন মাতানো গান অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। তাঁরা দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। নতুন প্রজন্মের ব্যান্ড সংগীত ঈদ-আড্ডাকে আনন্দময় করে তুলেছিল।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শামসুল করিম পল, কামাল ভূঁইয়া, সেলিম, মুরাদ আহাম্মেদ, শেখ আলম, সিয়াব হোসেন, জয়নুল হক, সোহাগের তত্ত্বাবধানে জাঁকজমকপূর্ণ এমন আয়োজন করা সম্ভব হয়েছে।
উপস্থিত সবাই তাঁদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে ঈদেও অনুরূপ অনুষ্ঠানের পরিকল্পনার অনুরোধ জানান।