সিডনির একুশে বইমেলায় আসছেন আনিসুল হক

সিডনির বইমেলার প্রচারপত্রের একাংশছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত একুশে বইমেলায় আসছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। আগামী ৩ মার্চ রোববার সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী চলবে এই বইমেলা। বাংলাদেশের ফেব্রুয়ারি মাসজুড়ে চলা বইমেলার আদলে প্রতিবছরই দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন হয়ে আসছে সিডনির অ্যাশফিল্ড পার্কে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত ২৫ বছরের ধারাবাহিকতায় এবারেও আয়োজিত হবে এই মেলা।

এবারের সিডনির বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। তাঁর সিডনির বইমেলা সফর নিয়ে এক ভিডিও বার্তায় আনিসুল হক বলেন, ‘অনেক দিন পর সিডনি যাচ্ছি। ওখানে আমার বন্ধু-বান্ধব আছে, (তাঁদের সঙ্গে) দেখা করব। এর চেয়ে বড় কথা, বই নিয়ে হাজির হব। সিডনির বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি।’

মেলার মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানান বইয়ের স্টল। এ ছাড়া মেলার সূচিতে আরও থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন। তা ছাড়া বাংলা সাহিত্যের অংশ হিসেবে মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মেলার আয়োজক একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আবদুল মতিন।